বরিশালে মেগা রিয়ালিটি শো’এশিয়ান ফোক ‘ এর অডিশনে ইয়েস কার্ড পেয়েছে ২২ জন ।
বরিশালে মেগা রিয়েলিটি শো এশিয়ান ফোক গানের মেগা রিয়েলিটি শো এশিয়ান ফোক বরিশাল বিভাগের প্রাথমিক নির্বাচনী পর্ব অনুষ্ঠিত হয়েছে। বরিশাল নগরীর শিল্প কলা একাডেমী মিলনায়তনে সকাল ৯টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত চলে বরিশাল বিভাগের অডিশন।
বরিশাল,পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, এবং ভোলা জেলার ফোক শিল্পীদের নিয়ে আয়োজিত হয় এ অডিশন।
এশিয়ান টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান ফিরোজ মোস্তফার তত্বাবধানে আবৃত্তি শিল্পী রাখী শান্তনীর উপাস্থাপনায় ফোক গানের মেগা রিয়েলিটি শো এশিয়ান ফোক বরিশাল বিভাগের অডিশনে বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী জহিরুল ইসলাম সোহেল, ললিত দাস,আর্চনা বিশ্বাস,নাসের জামাল,ও সুধীর তালুকদার।
সকাল থেকে বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীদের রেজিস্ট্রেশন শেষে ধারাবাহিক ভাবে ক্রমানুসারে অডিশন নেয়া হয়।শতাধিক অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ৫ জনের বিচারক প্যানেল ২২ জনকে ইয়েস কার্ড প্রদান করেন।
ইয়েস কার্ড প্রাপ্তরা পরবর্তী প্রতিযোগীতার জন্যে ঢাকায় দ্বিতীয় ধাপের প্রতিযোগীতায় অংশ গ্রহনের সুযোগ পাবেন।
বিচারক প্যানেল ইয়েস কার্ড প্রাপ্তদের চুড়ান্ত প্রতিযোগিতায় যেন বরিশাল বিভাগের পক্ষ থেকে বিজয় ছিনিয়ে আনতে পারে তার জন্যে অধিকতর অনুশীলন করে নিজেকে প্রস্তুত করার পরামর্শ দেন।
ফিরোজ মোস্তফা
বরিশাল থেকে
হ্যালো জনতা ডট কম ।
hellojanata.com .
Come, Visit & Enjoy—– Then Collect 100% pure DIOMOND ,
platinum and gold product .
https://www.facebook.com/D-Diamond-BD-165773995238224
Read More and Read More —-
https://hellojanata350.blogspot.com/
Read More and Read More —-
https://hellojanata.com/