বনমর্মর
সকাল থেকেই মনটা খারাপ। কারণটা কিছুতেই বুঝতে পারছিনা ।
ভাবলাম তোমাকে লিখে যানাই।
ব্রাসেলস নভোটল হোটেলের পপলার
গাছগুলোর কথা মনে আছে?
আমি তো বরাবর খাটাস( তোমার ভাষায়)– তাতো জানো ।
কিন্তু তবুও প্রায় প্রতিরাতেই, একটু গভীর হলে, মশার বিমান
হামলা উপেক্ষা করে জানালা খুলে পপলারের মর্মরধ্বনি শুনতাম এক মনে।
সময়ের মাত্রাসীমা ছাড়িয়ে চলে যেতাম সময় শুন্যতার এক
অলৌকিক জগতে, যেখানে আমিও নেই।
শুধুমাত্র আছে একটি নৈর্ব্যাক্তিক চেতনা!
ভাবতে খারাপ লাগে, রবিঠাকুরের কবিতা ছাড়া মর্মরধ্বনি এক
ব্রাসেলস ছাড়া আর কোথাও পাবার নয়; কি নিষ্ঠুর এই নগরায়ন!
এক সময় সবাই থাকে গাছের সবুজ পাতাটির মতো সজীব, বাতাসের
প্রেমপরশে জীবনের সেতারে তোলে মর্মরধ্বনি।
ক্রমে শুকোতে থাকে সে।
একসময় ঝরে পড়ে গাছ থেকে।
ঝরে পড়া শুকনো পাতারও আছে এক ভিন্ন স্বাদের মর্মরধ্বনি – স্মৃতির!
এভাবেই চলতে থাকে মহাকালের রথযাত্রা।
ব্যক্তিমানুষ এখানে কেউনা!
আমিও কেউ না,শুধু একটি চেতনা মাত্র।
বলতে পারো আমরা এত অন্ধ কেন?
বাতাস আর পাতার মর্মরধ্বনি, নদীর কলতান, পাখির গান, সাগরের
উন্মাদনা, আকাশের শূন্যতায় মেঘের লিপিকা, ফুলের হাসি-আদরের
হাতছানি – এই সবকিছু মিলে যে এক মহা শিল্পকর্ম তাকে একটি
মাত্র ক্যানভাসে সাজানো দেখতে পাইনা কেন?
কেন অস্বীকার করি
ঐ মহান কে ?
আমরা এত অন্ধ কেন?
বলতে কি পারো তুমি ?
মঈন বিন নাসির ।
——
# আপনাদের আরো পড়ার সুবিধার্থে আমাদের hellojanata APP ডাউন লোড করে নিন গুগল প্লে থেকে ।
Android Apps Link:-
https://play.google.com/store/apps/details?id=hello.janata&hl=en&gl=US
———–
এছাড়াও –
# প্রতিদিন “বাঙালির জাতীয়তাবাদী সংগ্রাম মুক্তিযুদ্ধে চট্টগ্রাম -লেখক বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাহফুজুর রহমান” পড়ুন ।।
প্রতি বুধবার “ভ্রমন”পড়ুন।। এ সপ্তাহে প্রকাশিত লেখক মুহাম্মদ মনসুরুল আজম এর ” রং টার্ন !!! ওয়ে টু থানচি বান্দরবান “ চলমান~~ আমাদের দেশের খাসিয়া উপজাতি ও ইন্দোনেশিয়ার মানুষ নিয়ে- লিখেছেন খসরু খান । ~~~
# শুক্রবারের রান্নাঘরে,প্রকাশিত হয় বৃহস্পতিবার –এ সপ্তাহে লিখেছেন ফিরোজা বেগম ” পুরান ঢাকার হাজীর বিরিয়ানি ” ।। চলমান ~~~~
# শুক্র বারে ” বৈমানিকের পাণ্ডুলিপি লিখেন বাঙ্গালি বৈমানিক ” রেহমান রুদ্র”। এ সপ্তাহে তিনি লেখা পাঠাবেন বলে জানিয়েছেন ।
# আগামী শনিবার থেকে আমেরিকার বাল্টিমোর থেকে ” সব পেয়েছির দেশে ” লিখবেন লেখক আব্দুল হাকিম। তিনি লিখবেন তাঁর নিজস্ব বানান রীতিতে । প্রতি শনিবার ।
কলামিস্ট ও লেখক দেওয়ান মাবুদ আহমেদের — দুবলহাটি রাজবাড়ি, নওগাঁ — চলমান —
সাহিত্য পেজে পাবেন প্রখ্যাত লেখক এবং সাংবাদিক,সংগঠক দন্ত্যস রওশন এর ১২ টি নতুন অনুকাব্য ।।চলমান~~~
# — এ ছাড়া ” রবিবাসরীয় কবিতা” পাবেন প্রতি রবিবার ।।এ সপ্তাহে “কবি তানজিম_তানিম এর তিনটি কবিতা” প্রকাশিত হয়েছে।
# আসছে ২৬শে মার্চ, স্বাধীনতা দিবসে প্রকাশিত হবে ” মাহবুবা ছন্দার” একটি জীবন ঘেঁষা ছোট গল্প–“দুঃখ রাতের গান” । মনে করিয়ে দেবে একাত্তুরের দিনগুলো ।
# সামনেই যে লেখকরা তাঁদের লেখা আমাদের এখানে নিয়মিত দেবেন বলে কথা দিয়েছেন তাঁরা হলেন — মঈন বিন নাসির , নন্দিনী সাবরিনা খান (কানাডা থেকে)। আমরা তাঁদের স্বাগত জানাই । ।
# একটি হ্যালোজনতা প্রেজেন্টেশন #
।। হ্যালো জনতা.কম ।।
নুপুর ।।