# বন্যার্তদের সাহায্য সহযোগিতা #
# আর বাকি তিন দিন ।#
নেত্রকোনা’র কলমাকান্দায় বন্যার ছোবল, অবর্ণনীয় দুর্দশা:
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত নেত্রকোনার কলমাকান্দা উপজেলা। দিশেহারা মানুষ। চরম দুর্ভোগ মানুষের। হাহুতাশ পানিবন্দী এক লাখ এর ওপরে মানুষ ও গবাদি পশু।
বন্যার্থ মানুষের নেই কোন বীজতলা।মৎসচাষীদের নেই পুকুরে মাছ। রাস্তাঘাট ও কাচা ঘরবাড়ী বিধ্বস্ত। হুমকির মুখে ব্রীজ কার্লভাটগুলো। উব্দাখালী নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত। জীবনের ঝুকি নিয়ে খেয়ানৌকায় নিমজ্জিত অংশ পারপার হচ্ছে সাধারণ মানুষ। কেউ কেউ হাঁটুপানি বুকপানি সাঁতার কেটে জীবনের ঝুঁকি নিয়ে চালাচ্ছেন যানবাহন।
উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। অনেক পরিবারে দেখা দিয়েছে খাদ্য সংকট। পানিবন্দি জীবন যাপন করছেন প্রায় ৮ ইউনিয়নের মানুষ। গত বৃহস্পতিবার থেকে এখনো পযর্ন্ত বন্যা কবলিত এলাকা ঘুরে ঘুরে এই চিত্রই দেখা গিয়েছে।
————
‘তাহাঁদের কথা ‘ —
পদ্মা সেতু নিয়ে লেখকদের লেখা ।
ফিচার গ্রুপ পোস্ট —
আজকের লেখা (২১/৬/২০২২)।
## স্বপ্নে ভরা সেই স্বপ্নের পদ্মা সেতু- লেখক খসরু খান ।
## ৭২ থেকে ২২ – জীবন বহমান-দুই – এম কে ( মুসা কামাল) এর সিরিয়াল ।
আগামী কালকের লেখা (২২/৬/২০২২)।
@@ পদ্মা সেতু ,যেন যুগযুগান্তের বাঙালির সাধনার পরিপূর্ণ রুপ- কলকাতা , ভারত থেকে লেখক,কলামিস্ট উৎপল দত্ত ।
@@ ৭২ থেকে ২২ – জীবন বহমান-তিন – এম কে ( মুসা কামাল) এর সিরিয়াল ।
##
ফিচার গ্রুপ পোস্ট ।
ফিচার গ্রুপ ।
হ্যালো জনতা ডট কম
————-
hellojanata.com
উল্লেখ্য যে, এ বছর বর্যা মৌসুম শুরু হওয়ার আগেই বিস্তীর্ণ এলাকা অতি বৃষ্টির ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছিল কৃষকের ৫০০ একর এর বেশি কৃষি জমি। বন্যা পরবর্তী কি হবে-তা নিয়ে দুঃচিন্তা বন্যার্থ মানুষের। পর পর দু,বার বন্যায় প্লাবিত এ অঞ্চলের ব্যাপক ক্ষতি হওয়ায উৎবিঘ্ন হয়ে পড়েছে মানুষ।
এ পরিস্থিতির মোকাবিলায় নেত্রকোনা ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মানু মজুমদার বন্যা কবলিত এলাকা ঘুরে ঘুরে বন্যার্ত ও বানবাসীদের শুকনো খাবার ও নগত অর্থ প্রতিটি আশ্রয় কেন্দ্রে বিতরণ করে যাচ্ছেন । সাথে তাঁর রয়েছে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। এছাড়াও গতকাল ( ২১/৬/২০২২) পাশাপাশি এগিয়ে এসেছে প্রশাসন ।
প্রশাসনকে যেমন বন্যাদুর্গত গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে তেমন এগিয়ে আসতে হবে সমাজের অবস্থাপন্ন মানুষদের।
রীনা হায়াৎ ।
লেখক ও সাংবাদিক ।
কলমাকান্দা , নেত্রকোনা ।
হ্যালো জনতা ডট কম ।
hellojanata.com .
# হ্যালো জনতার ব্লগ সাবস্ক্রাইব করুন।।
কপি অ্যান্ড পেস্ট টু ইওর ব্রাউসার ।
https://hellojanata350.blogspot.com–