কুড়িগ্রাম সদর উপজেলার ২নং হলোখানা ইউনিয়নের অন্যতম, সুনামধন্য, প্রাণের বিদ্যাপীঠ, ঐতিহ্যবাহী “হলোখানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়” এর ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উদযাপনের লক্ষ্যে শনিবার (৭মে) সন্ধ্যায় অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অজয় কুমার নায়েক রায়, সভা সঞ্চালনায় করেন মমিনুর রহমান। তাছাড়া সভায় সুবর্ণ জয়ন্তী উদযাপন সফল করতে বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন হলোখানা ইউপির নবাগত চেয়ারম্যান রেজাউল করিম রেজা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরনবী সরকার, আশরাফুল আলম, রুকুনুজ্জামান ব্যাপারী , আবুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম, আঃ রাজ্জাক,নবাব মন্ডল, আশিক, বুলবুল ইসলামসহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
হলোখানা ইউপির নবাগত চেয়ারম্যান রেজাউল করিম রেজা স্বাগত বক্তব্যে দলমত নির্বিশেষে সব ছাত্র/ ছাত্রী ঐক্যবদ্ধ হয়ে ঐতিহ্যবাহী হলোখানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপনের উদাত্ত আহ্বান জানান।
মোঃবুলবুল ইসলাম।
জেলা প্রতিনিধি ।
কুড়িগ্রাম ব্যুরো ।
কুড়িগ্রাম ।
ফটো সংবাদ দাতা প্রেরিত ।
হ্যালো জনতা ডট কম ।
hellojanata.com .
হ্যালো জনতার ব্লগ সাবস্ক্রাইব করুন।।
hellojanata.com —
https://hellojanata350.blogspot.com–