২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল তিন স্থান মিলিয়ে অনুষ্ঠিত হবে । এই তিন স্থান গুলো হল মেক্সিকো , কানাডার ভ্যানকুবার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামি । খবর টি জানিয়েছে আমেরিকার শক্তিশালী সংবাদ মাধ্যম দ্যা ওয়াশিংটন পোস্ট ।
এতে করে তিন দেশের বিষয়টিও সামনে পরিস্কার হয়েছে । অর্থাৎ ২০২২ের বিশ্বকাপ ফুটবল তিন দেশে অনুষ্ঠিত হবে ।
যে শহর গুলোতে অনুষ্ঠিত হবে ২০২৬ এর বিশ্ব কাপ সেগুলি হল —
মেক্সিকো — মেক্সিকো সিটি ,মন্ট্রে এবং গুয়াডালাজারা ।
ক্যানাডা – ভ্যানকুবার এবং মন্ট্রিল ।
আমেরিকা – আটলান্টা , ডালাস , নিউইয়র্ক , ক্যানসাস , হিউইস্টন , মিয়ামি , ফিলাডেলফিয়া , সিয়াটল এবং সানফ্রেন্সিসকো ।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর এবং ওয়াশিংটন এবং ক্যানাডার ওটোয়া ২০২৬ এর বিশ্বকাপ এর স্থান নির্ধারনি বিডে অংশ গ্রহন করেছিল কিন্তু শহর গুলো বাদ পরে যায় । ঠিক কি কারনে এমন বাদ পরা তা জানা যায় নি ।
—————
ফিচার গ্রুপের নিবেদন—
আজ এরপরে ১৭/৬/২০২২
Wildlife-Bird-2
‘সবুজ হাঁড়িচাঁচা’বা কমন গ্রীন ম্যাগপাই —
নিয়ে
অনবদ্য এক বর্ণনা
লিখেছেন
ওয়াল্ডলাইফ সৌখিন ফটোগ্রাফার
ফাতেমা কিবরিয়া লাবণ্য ।
লক্ষ্য রাখুন —-
ফিচার গ্রুপ।
————–
গতরাতে বিশ্ব ফুটবলের প্রধান সংগঠন ফিফা এই স্থান নির্ধারনি সভা এবং বিডের ফলাফল জানায় ।
যে তিনটি দেশে ২০২৬ এর বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তার মধ্যে মেক্সিকো ১৯৭০ সালে এবং ১৯৮৬ সালে বিশ্বকাপের অনুষ্ঠান করেছিল ।
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪ সালে বিশ্ব কাপের খেলা অনুষ্ঠানের সুযোগ পেয়েছিল ।
ক্যানাডা ২০২৬ সালে প্রথমবারের মত খেলা পরিচালনা করবে ।
বিড অনুযায়ী ৮০ টি ম্যাচের মধ্যে ৬০ টি আমেরিকায় বাকি গুলো মেক্সিকো এবং ক্যানাডায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ফিফা ।
দ্যা ওয়াশিংটন পোস্ট
অবলম্বনে
হ্যামারস্মিথ , লন্ডন থেকে
ইনামুল হক ।
হ্যালো জনতা ডট কম ।
hellojanata.com .
হ্যালো জনতার ব্লগ সাবস্ক্রাইব করুন।।
hellojanata.com —
https://hellojanata350.blogspot.com–
hellojanata.com .